কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের
ইরান ‘কয়েক সপ্তাহের মধ্যে’ই কমান্ডার কাসেম সোলেমানি হত্যার পাল্টা জবাব দিতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ ব্যপারে কংগ্রেসকে সতর্কও করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, ইরানের প্রতিক্রিয়া কী হতে পারে তা নিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে গভীর আলোচনা এবং চুলচেরা বিশ্লেষণ চলছে। ইরান আগামী কয়েকদিনের মধ্যেই পাল্টা হামলা করার প্রস্তুতি নিচ্ছে নাকি কিছু সময় অপেক্ষা করবে তা নিয়ে চলছে জল্পনা। ইরান অবিলম্বে কিছু করবে নাকি করবে না- তা নিয়ে পরস্পরবিরোধী মত আছে। তবে যে কোনো পরিস্থিতির জন্যই যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিরক্ষামূলক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি প্রকাশ্যেই ইরানের পাল্টা জবাবের ওই আশঙ্কার কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের জতীয় নিরাপত্তা কাউন্সিল, পররাষ্ট্রবিভাগ, পেন্টাগন এবং গোয়েন্দা সংস্থাগুলোও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এটি পরিস্কার বুঝিয়ে দিয়েছেন যে, ইরান পাল্টা আঘাত হানবে- প্রশ্ন সেটি নয় বরং তারা কোথায় এবং কখন এ আঘাত হানবে সেটিই প্রশ্ন।
ইরানি কমান্ডার সোলেমানি হত্যার পর কংগ্রেসের ব্রিফিং দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ইরান বিভিন্নভাবে পাল্টা প্রতিশোধ নিতে পারে। তারা যুক্তরাষ্ট্রের ভেতরেও কয়েক লক্ষ্যে আঘাত হানতে পারে। যেগুলো সুনির্দিষ্টভাবে জানা নেই।
ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ৩৫ টি লক্ষ্য হামলার জন্য চিহ্নিত করেছে। এর মধ্যে আছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ। তাছাড়া, সিরিয়া, ইরাক, বাহরাইন এবং ওই অঞ্চলের অন্যান্য স্থানে মার্কিন সেনারা এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোও ইরানের হামলার কবলে পড়তে পারে। সেইসঙ্গে সাইবার হামলাও হতে পারে ইরানের পাল্টা জবাবের আরেকটি পথ। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা একথা বলেছেন।