কয়রা সরকারি মহিলা কলেজে নবীন বরণ
কয়রা প্রতিনিধি
কয়রা সদরে অবস্থিত এক মাত্র সরকারি মহিলা কলেজে ২০১৯ সালের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস ও প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম।
শিক্ষক মোঃ নুরুজ্জামান ও রেজাউল করিমের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক হাবিবুর রহমান, এইচ এম নজরুল ইসলাম, জহুরুল হক, মোস্তফা ওলিউল্যাহ, মনিরা খাতুন, সোনিয়া খানম, হেনা খাতুন, শিক্ষার্থী তানিয়া সুলতানা, মারুফা আক্তার, ফারজানা সুলতানা প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোস্তফা ওলিউল্যাহ। পরে ইভটেজিং এর উপর নাটিকা প্রদর্শনের পাশাপািশ মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।