কয়রা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠনের লক্ষে এক সাধারন সভা গতকাল বুধবার বিকাল ৪টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ। সভা শেষে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম (ইনকিলাব), সাধারণ সম্পাদক মোহাঃ হুমায়ুন কবির (ইত্তেফাক/প্রবর্তন) সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু (আমাদের সময়/গ্রামের কাগজ), যুগ্ম সম্পাদক গ্রীরেন্দ্রনাথ মন্ডল (খুলনার বানী), কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী (মানবজমিন/প্রবাহ) দপ্তর সম্পাদক আঃ রউফ (খুলনাঞ্চল), প্রচার সম্পাদক শেখ কওছার আলম (ভোরের ডাক/প্রতিদিনের কথা), ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু (ভোরের পাতা)। নির্বাহী সদস্যরা হলেন সদর উদ্দিন আহমেদ (দেশের কন্ঠ/পুর্বাঞ্চল), শেখ হারুন অর রশিদ (সমকাল) ও গাজী আঃ সালাম (বর্তমান)। কমিটি গঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আঃ খালেক।