কয়রা উপজেলায় নৌকার পক্ষে ছাত্রলীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিএম মোহসিন রেজাকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা সদরের বিভিন্ন স্থানে পথসভা ও ব্যাপক গণসংযোগ করেছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। গত শুক্রবার বিকাল ৪টায় খুলনা জেলা ছাত্রলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম টিংকু’র নেতৃত্বে গণসংযোগে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইমদাদুল হক টিটু, বাগালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক এস এম রাসেল, কপোতাক্ষ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সাগর, ছাত্রলীগ নেতা আল আমিন ফরহাদ, উপজেলা শ্রমিক লীগের সাবেক দপ্তর সম্পাদক আসাফুর রহমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি ইসমাইল হোসেন, ইউপি সদস্য লুৎফর রহমান, ছাত্রনেতা ইমরান হোসেন মুকুল, আছাদ, সাইফুল, বিল্লাল, বিল্লু, ইনামুল হুসাইন রবিন, দেলোয়ার, রিজভী, জামাল, শান্তু, কবি নজরুল স্মৃতি সংঘের সভাপতি ফারুক হুসাইন, খোকন, ছলেমান, ওবাইদুল্লাহ, মামুন, শাহিন, নিতিশ প্রমুখ। গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করেন।