January 22, 2025
আঞ্চলিক

কয়রায় ৮ দলীয় মিনি ফুটবল খেলায় পল­ী মঙ্গল চ্যাম্পিয়ন

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলার ৬নং কয়রা নব জাগ্রত তরুন সংঘের উদ্যোগে ৮ দলীয় ডে নাইট মিনি  ফুটবল খেলা গত বৃহস্পতিবার  সন্ধা ৭টার সময় জাকজমক পূর্ন পরিবেশে স্থানীয় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পল্লী মঙ্গল ফুটবল দল ১-০ গোলে ঝিলিয়াঘাটা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ টিপু সুলতান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শহিদুল্যাহ শাহিন, মজিবার রহমান, আজিজুল ইসলাম, কয়রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মইদুল ইসলাম সানা, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, সাবেক ইউপি সদস্য শেখ নুরুল হুদা, শিক্ষক আবুল বাশার, মওলানা মোস্তাফিজুর রহমান, আঃ রশিদ মল্লিক,ছাত্রলীগ নেতা বিল্যাল হোসেন, নাফিজ বস্ত্রলায়ের সত্বঅধিকারি হাফিজুল ইসলাম, ৬নং কয়রা নব জাগ্রত তরুন সংঘের সভাপতি শাহ আলম, সেলিম হাওলাদার, রমজান আলী, আল আমিন ইসলাম, হায়দার আলী, বিধান মন্ডল, মফিজুল ইসলাম, আল আমিন, খোকা, বাদশাহ, মুজাহিদ, আব্দুল্যাহ. মেহেদী প্রমুখ। খেলা পরিচালনা করেন আরিফুল ইসলাম, মফিজ ও সুমন। খেলায় বিজয়ী দলকে ১৭ ইি  কালার মনিটার ও রানার আপ দলকে স্মার্ট ফোন উপহার দেওয়া হয়। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *