কয়রায় ১০ টাকা কেজি মূল্যের চার বস্তা চাল উদ্ধার, একজনকে জরিমানা
দ. প্রতিবেদক
খুলনার কয়রা উপজেলা থেকে চার বস্তা ১০ টাকা মূল্যের সরকারের খাদ্য বান্ধব চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর এলাকার মুরশিদ ঢালীর বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বস্তাগুলো জব্দ করা হয়েছে। আর সরকারি ওই চাল রাখার দায়ে মুরশিদ ঢালীকে করা হয়েছে ২০ হাজার টাকা জরিমানা।
ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূর-ই-আলম সিদ্দিকী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে চার বস্তা সরকারের খাদ্য বান্ধব চাল উদ্ধার করা হয়েছে। ওই বাড়িতে আরও কয়েকটি খালি বস্তা পাওয়া গেছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ওই বাড়ির মালিক মুরশিদ ঢালী জানিয়েছেন ওই চাল তিনি ১০ টাকা কেজি দরে কেনা ব্যক্তিদের কাছ থেকে ২০ টাকা দরে কিনেছেন। অন্য কোনো প্রমাণ না পাওয়ায় তাঁকে দুুর্যোগ ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই চার বস্তায় ১২০ কেজি চাল আছে বলে জানান ওই সহকারী কমিশনার।