কয়রায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার
দ: প্রতিবেদক
খুলনার কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর স্পর্শকাতর স্থানে লাঠি দিয়ে আঘাত করায় স্কুলশিক্ষক রুহুল কুদ্দুসকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। শ্রেণিকক্ষে পাঠদানকালে শিশুটিকে আঘাত করা হয়।
ওই ছাত্রীর মামা জানান, স্কুল থেকে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মেয়েটির কাছ থেকে বিষয়টি শুনে তার পরিবারকে জানায়। এ ঘটনায় থানায় রাতে মামলা হওয়ার পর ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বলেন, মেয়েটির স্পর্শকাতর স্থানে আঘাত করায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নং-১৬। পরে উপজেলার নাকশা গ্রামে নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।