কয়রায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
কয়রায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদের নির্বাচন বিধি মোতাবেক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন না করে নির্বাচন স্থগিত ঘোষণা করায় সাংবাদিক সম্মেলন করেছেন উক্ত বিদ্যালয়ের নব-নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ।
গত ২১ নভেম্বর বিকাল ৪ টায় কয়রা উপজেরা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে নব-নির্বাচিত অভিভাবক সদস্যদের পক্ষে মোঃ ফারুক সরদার বলেন, গত ১৪ নভেম্বর উপজেলার আমাদী ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মোহসীন আলী। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শেষে ১৪ জন প্রার্থীর মধ্যে মোঃ আব্দুল্যাহ সানা, মোঃ আব্দুল মান্নান সানা, মোঃ জিয়ারুল ঢালী, মোঃ ফারুক সরদার ও সংরক্ষিত মহিলা পদে মরিয়াম খাতুন জয়লাভ করি। বিধি মোতাবেক অভিভাবক সদস্য নির্বাচনের পর পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে সভাপতি নির্বাচন করার বিধান থাকলেও প্রিজাইডিং অফিসার দিন ক্ষেপনের চেষ্টা করেন। পরবর্তীতে গত ২০ নভেম্বর বিকাল ৪টায় সভাপতি নির্বাচনের দিন ধার্য করেও ঐদিন সভাপতি নির্বাচন না করে ২১ নভেম্বর বিকাল ৩টায় পুনরায় সভাপতি নির্বাচনের দিন ধার্য করলে সভাপতি নির্বাচনের উদ্দেশ্যে আমি সহ প্রতিষ্ঠানের সকল নির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি যথাসময়ে কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পৌঁছালে নোটিশ বোর্ড হতে জানতে পারি প্রতিষ্ঠানের প্রধানের আবেদনের প্রেক্ষিতে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিষ্ঠান এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা হওয়ার কারন উল্লেখ করে পূনরায় সভাপতি নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।
এর আগেও গত ১-২-১৯ ইং তারিখ ওই বিদ্যালয়ের নির্বাচন অনুষ্টিত হলেও কোন কমিমিটি গঠন না করে তালবাহনা করে এডাক কমিটি গঠন করে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচনের জোর দাবি জানাই।