কয়রায় সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া উদ্ধার
কয়রা প্রতিনিধি
কয়রার আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ি ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে সুন্দরবনে নিষিদ্ধ কাঁকড়া উদ্ধার করে তা স্থানীয় শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করেছে। জানা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল অবৈধ কাঁকড়া উদ্ধার করে। উদ্ধারকৃত কাঁকড়া গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, হাবিলদার হেলাল উদ্দিন, খাশিটানা বন টহল ফাঁিড়র ওসি আফছার উদ্দিন, ষ্টাফ সোহেল হোসেন, আঃ আলিম প্রমুখ।