কয়রায় সাংবাদিক সদর উদ্দিনের হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও দেশের কন্ঠের কয়রা প্রতিনিধি সদর উদ্দিন আহমেদ পবিত্র হজ্ব পালন করার জন্য আগামী ২৬ জুলাই পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্য রওনা হবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গতকাল শুক্রবার আছরবাদ কয়রা উপজেলা প্রেসক্লাবে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আলোচনা রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী, প্রচার সম্পাদক শেখ কওছার আলম, সদস্য আজিজুল ইসলাম, আবুল বাশার, জাতীয় যুবসংহতি নেতা লুৎফর রহমান প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নিকাহ রেজিষ্টার আলহাজ্ব দ্বীন মুহাম্মাদ। প্রেসক্লাবের সদস্যরা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।