কয়রায় সন্ত্রাসী হামলায় আহত আ’লীগ নেতার মানববন্ধন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার নাজমুছ ছায়াদাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, কয়রা উপজেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনটি গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে ৩০ মিনিট ব্যাপী স্থায়ী হয়। কয়রা তিন রাস্তার মোড় হতে দলীয় কার্য্যালয় অভিমূখে অনুষ্ঠিত এ মানববন্ধনে আনুমানিক ৫ শতাধিক সর্বস্তরের নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় ঘটনার বর্ণনা দিয়ে কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার নাজমুছ ছায়াদাত বলেন, গত ১৭ ডিসেম্বর সন্ধা আনুমানিক সাড়ে ৬টার দিকে ৫নং কয়রা এলাকার মোস্তফা শরিফ মামুন নামের আমার এক প্রতিবেশীকে ৫নং কয়রা পিচের রাস্তার মোড়ে চায়ের দোকান থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও তার সাথে থাকা সন্ত্রাসী বাহিনী। অনেক অনুনয় বিনয় করেও টিংকু বাহিনীর হাত থেকে মুক্তি পায়নি সে। ছাত্রলীগের সভাপতি নিজে এবং তার সাথে থাকা ব্যক্তিরা এলোপাতাড়ী ভাবে কিল, ঘুষি মেরে রক্তাক্ত জখম করে তাকে। স্থানীয়দের চেষ্টায় প্রাণে বেঁচে যায় মামুন। বিষয়টি তাকে জানানো হলে নির্যাতনের শিকার মামুনের পিতা ও আহত মামুনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় পাঠিয়ে দেন কয়রা সদরের ওই প্যানেল চেয়ারম্যান
মানববন্ধনে বক্তারা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের দৃষ্টান্তমূলক বিচারের দাবির সাথে সাথে দলীয় উর্ধ্বতন নেতৃবৃন্দসহ শেখ হাসিনার নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।