কয়রায় শেখ রাসেল প্রতিবন্ধি ও শিশু উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার জয় বাংলা ইয়ুথ এ্যাওয়াড প্রাপ্ত সংগঠন মানব কল্যান ইউনিটের উদ্যোগে শেখ রাসেল প্রতিবন্ধি ও শিশু উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে। আইসিটি ডিভিশনের অর্থায়নে এ প্রকল্পটি চলমান থাকবে আগামী ৩ মাস। পর্যায় ক্রমে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভনা রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭ টায় সংগঠনের কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকল্পের কার্যক্রম উদ্ধোধন করেন খুলনা-৬ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, কয়রা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা এস এম বাহারুল ইসলাম, জাফরুল ইসলাম পাড়, এ্যাড. কমলেশ চন্দ্র সানা, প্রধান শিক্ষক খায়রুল আলম, জেলা ছাত্রলীগ নেতা তসলিম হুসাইন তাজ, শরিফুল ইসলাম টিংকু, মানব কল্যান ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ, জাহানে আলম উজ্জল, মেজবাহ উদ্দিন, ইমরান হোসেন, রায়হান কবির চঞ্চল, ই¯্রাফিল শাহিন, জহুরুল হক, বায়জিদ, হাসান,ডাঃ কামরুজ্জামান, ফারুক আযম, শাওন, আলউদ্দিন, কোহিনুর আলম, কবিরুল, নুর হাসান, রবিউল ইসলা, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ সুবিধা বঞ্চিত প্রতিবন্ধি সদস্যরা ও শিশু কিশোররা উপস্থিত ছিলেন।