কয়রায় শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে কর্মশালা
কয়রা প্রতিনিধি
কয়রায় সুন্দরবন রেডিও সেন্টারে উদ্যোগে ও সিসিডির সহযোগিতায় শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে করনীয় বিষয়ক উদ্ধুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আমাদী খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের হলরুমে এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবি, শিক্ষক, মানবাধীকার কর্মী, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন।
কলেজের সহকারি অধ্যাপক সুকুমার বাছাড়ের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমর দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন আহমেদ, সহকারি শিক্ষা অফিসার আবু খালিদ, আমাদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিশ্বজিৎ সিনহা, সিসিডির কর্মসুচী সমন্বয়কারি শামসুননাহার সুইটি, সুন্দরবন রেডিও সেন্টারের ম্যানেজার পলাশ চন্দ্র ঢালী, পদ্মা রেডিও সেন্টারের ম্যানেজার শাহানারা পারভীন, সুন্দরবন রেডিও সেন্টারের সমন্বয়কারি রবিউল ইসলাম, রাসেল আহমেদ, শামছুন্নাহার প্রমুখ।