কয়রায় শতদল সমাজ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ
দ: প্রতিবেদক
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের দক্ষিণ বেদকাশী গ্রামে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শতদল সমাজ কল্যাণ সংস্থা। গত রবিবার সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ের সামনে দুঃস্থ ও শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সভাপতি ও জেলা ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সাইফ।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জি.এম আব্দুল মোতালেব, শতদল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুমার মন্ডল, সদস্য নূর মোহাম্মদ গাজী, অনিল কুমার মন্ডল, আমিনুর ইসলাম, শোয়েব আক্তার সজীব, মোঃ আশরাফুজ্জামান সাগর, জাহিদুল ইসলাম জাহিদ, রেজাউল ইসলাম, রেজওয়ান হোসেন, আয়নুল হোসেন, আমজেদ গাজী, অনিমেষ রাহুল, বিমল, মোহাম্মদ আলী, দেবানন্দ প্রমুখ।