কয়রায় মোহসিন রেজা নৌকা পাওয়ায় আনন্দ মিছিল
কয়রা প্রতিনিধি
আগামী ৩১ মার্চ কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কয়রায় আনন্দ মিছিল করেছে দলের নেতা কর্মীরা।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে এক আনন্দ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাসুমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম বাহারুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম জিয়াদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গনেশ মন্ডল, অনিমেষ দত্ত, ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজল প্রমুখ।