কয়রায় মোহসনি রজোকে একক র্প্রাথী ঘোষণা দাবতিে মছিলি ও সমাবশে
কয়রা প্রতনিধিি
কয়রা উপজলো পরষিদ নর্বিাচনে আওয়ামী লীগরে একক চয়োরম্যান র্প্রাথী হসিাবে উপজলো আওয়ামী লীগরে সভাপতি ও সাবকে উপজলো চযোরম্যান জএিম মোহসনি রজোর নাম ঘোষনা করার দাবতিে মছিলি ও সমাবশে অনুষ্ঠতি হয়।
তৃণমুল নতো র্কমীদরে অংশগ্রহণে গতকাল শনবিার বকিাল ৪টায় কয়রা সদরে মছিলি শষেে তনি রাস্তার মোড়ে সমাবশেে বক্তব্য রাখনে মহারাজপুর ইউপি চয়োরম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু, কয়রা উপজলো ছাত্রলীগরে সাবকে সভাপতি আওয়ামীলীগ নতো এস এম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নতো এস এম জয়িাদ আলী, ইব্রাহমি হোসনে, আঃ ছাত্তার সানা, দবেদাস রায়, আঃ সামাদ গাজী, অবনি ভুষন রায়, নর্মিল দাস, মাষ্টার খায়রুল আলম, কৃষকলীগ নতো শাহাবাজ আলী, শ্রমকিলীগ নতো আঃ হালমি, আমরিুল ইসলাম, প্রজন্মলীগ নতো শামীম হোসনে, ছাত্রলীগ নতো মাসুম বল্লিাল, ইখতয়িার উদ্দনি হরিো, রোকনুজ্জামান কাজল প্রমুখ।