কয়রায় মানব সম্পদ উন্নয়নে দিকনির্দেশনামূলক সেমিনার
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার মানব সম্পদ উন্নয়নে দিক নিদের্শনা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়। আইসিডি ও কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অফ খুলনা ইউনির্ভাসিটির যৌর্থ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজে এ সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ খান আহম্মেদ হেলালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ও আইসিডির প্রধান উপদেষ্টা মোঃ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নুর-ই আলম ছিদ্দিকি। কলেজের ইংরেজি প্রভাষক মোঃ রাকিবুজ্জামানের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড.চয়ন কুমর রায়, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির আলী গাইন, আব্দুল্যাহ আল মামুন লাভলু, মোহাঃ হুমায়ুন কবির, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন আহমেদ, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, প্রভাষক শাহাবাজ হোসেন, আইসিডির প্রতিষ্ঠাতা মোঃ আশিকুজ্জামান, কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অফ খুলনা ইউনির্ভাসিটির সভাপতি মহিবুল্যাহ আল মারুফ প্রমুখ।