কয়রায় ভ্রাম্যমান আদালতে ৬ শত কেজি বিস্কুট বিনষ্ট, জরিমানা
কয়রা প্রতিনিধি
কয়রায় মোবাইল কোর্টের মাধ্যমে ২টি বেকারীর দোকান ও ১টি মুদি দোকানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় ও ৬ শত কেজি খোলা বিস্কুট বিনষ্ট করা হয়েছে। জানাগেছে, গত বুধবার বিকালে উপজেলার ঘুগরাকাটি বাজারে মিজানুর রহমান ও মনিরুল ইসলামের বেকারী দোকান এবং অহিদুজ্জামানের মুদি দোকানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুর ই আলম সিদ্দিকী মোবাইল কোর্ট পরিচালনা করেন। ঐ দোকান গুলোতে খোলা বিস্কুট রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় ও বিস্কুট বিনষ্ট করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে উপস্থিত ছিলেন কয়রা থানার এস আই কাজী নাজমুস সাকিব, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রশিদ খাঁন, ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মোঃ আনিছুর রহমান।