January 22, 2025
আঞ্চলিক

কয়রায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

কয়রা প্রতিনিধি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রানালয় কর্তৃক নির্মিত বহুমুখী ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রবিবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ চন্দ্র সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু, মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ খান, প্রধান শিক্ষক আওলাদ হোসেন, খায়রুল আলম, সুজিত কুমার রায়, আওয়ামীলীগ নেতা ডাঃ একে এম ফজলুল হক, খগেন্দ্রনাথ মন্ডল, এস এম বাহারুল ইসলাম, জাফরুল ইসলম পাড়, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, মাসুম বিল্যাহ, ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল প্রমুখ।

এ সময় বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপর দিকে একই অনুষ্ঠানে অসুস্থ ও অসহায় ২২ পরিবারের মাঝে চেক বিতরন করা হয়। এছাড়া জেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে গ্রীন বেল্ট প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করার পাশাপাশি মাদক বিরোধী সচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়। এর আগে কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *