কয়রায় বিএনপি থেকে সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজনের পদত্যাগ
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুলনা জেলা বিএনপির উপদেষ্টা, কয়রা উপজেলা শাখার সহ-সভাপতি ও উত্তর বেদকাশি ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সরদার মতিয়ার রহমান ও তার পুত্র কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ (কাজল) দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান শারিরীক অসুস্থতা ও ব্যক্তিগত কারনে দলীয় পদ থেকে পদত্যাগ করলাম। পদত্যাগের বিষয়টি খুলনা জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। সেই সাথে তারা আগামীতে সামাজিকভাবে জীবনযাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে কয়রা উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মোমরেজুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।