কয়রায় বিএনপির কর্মী সম্মেলনর মাধ্যমে আহবায়ক কমিটি গঠন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন গতকাল শুক্রবার সকাল ১০টায় গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোমরেজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল আমিন বাবুলের পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আমির এজাজ খান, জেলা সহ-সভাপতি খান জুলফিকার আলী জুলু, মনিরুজ্জামান মন্টু, শেখ আঃ রশিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পী, মোস্তাউল বারি লাভলু, যুগ্ম সম্পাদক কারুজ্জামান টুকু সাংগঠনিক সম্পাদক সামছুল আলম পিন্টু, একেএম শহিদুল আলম, দপ্তর সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ইলিয়াছ মল্লিক, সুলতান মাহমুদ, নাজমুস সাকিব পিন্টু, আনিছুর রহমান, মিজানুর রহমান, জাফরী নেওয়াজ চন্দন, জসিম উদ্দির লাভু, সামছুল বারি পান্না, হাবিবুর রহমান হাবিব, জাবির আলী, মাসকুর রহমান ফ্রান্স, আমিরুল ইসলাম তারেক শফিকুল মোল্লা, শামীম আশরাফ, মঞ্জুর মোর্শেদ, মেহেদী হাসান মিলন, মাসুম বিল্যাহ, হেলাল উদ্দিন প্রমুখ। কর্মী সম্মেলন শেষে কয়রা উপজেলা বিএনপির সকল কমিটি বিলুপ্তি করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাবুল, এম এ হাসান,আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, এ্যাডঃ শেখ আঃ রশিদ, জিএম মাওলা বকস, শেখ হারুন অর রশিদ, আবু সাঈদ ও কোহিনুর আলম।