কয়রায় বন বিভাগের অভিযানে সুন্দরবনের কাঠ উদ্ধার
কয়রা প্রতিনিধি
সুন্দরবন কোবাদক ষ্টেশন ও আংটিহারা কোষ্টগার্ড অভিযান চালিয়ে ৩৮ টুকরা বিভিন্ন প্রজাতির কর্তন নিষিদ্ধ কাঠ উদ্ধার করেছে। বন বিভাগ জানায় গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কোবাদক ষ্টেশন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেনের নিদের্শে আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে ১ টি পুকুর থেকে ৩৮ টুকরা (৪১ ঘন ফুট) সুন্দরী, পশুর, বাইন, ধুন্দল, কেওড়া কাঠ উদ্ধার করা হয়। অভিযানকালে কোবাদক ষ্টেশনের সহযোগি ষ্টেশন কর্মকর্তা একেএম আঃ সুলতান, বন বিভাগের স্টাফ ও আংটিহারা কোষ্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।