কয়রায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ২০১৯ এর সেমিফাইনাল এবং ফাইনাল খেলা আগামী ৮, ৯ ও ১০ জুলাই মদিনাবাদ মডেল সরকারী বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে। খেলা শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষে এক প্রস্তুতি সভা গত ৭ জুলাই বিকাল ৪ টায় মদিনাবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হয়।
খেলা পরিচালনা উপকমিটির আহবায়ক মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ ইসলামুল হক মিঠু, প্রধান শিক্ষক শহীদ সরোয়ার, মোঃ আব্দুল খালেক, মোঃ মাহফুজুর রহমান, আলহাজ্ব এসএস নুরুল আমিন নাহিন, সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।