কয়রায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
দ. প্রতিবেদক
খুলনায় ২টি পাইপগান ও গোলাবারুদসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার গভীর রাতে কয়রা থানাধীন ৩নং কয়রা ইমানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ৩নং কয়রা ইমানপাড়া গ্রামের মোঃ ইব্রাহিম গাজীর ছেলে মোঃ বেল্লাল হোসেন (২৭) ও পাইকগাছা থানাধীন শান্তা আলামিন মোড় এলাকার মোঃ ওহাব শেখের ছেলে মোঃ ওমর শেখ (২৬)।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিত্তে র্যাবের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ২টি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজসহ তাদের গ্রেফতার করে। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে আসছে। তাছাড়া এই অস্ত্র দ্বারা ভবিষ্যতে তারা বড় ধরনের অপরাধ সংগঠন ও আইন শৃংখলার অবনতি ঘটানোর পরিকল্পনা করছিল বলে জানা যায়। আসামীদ্বয়ের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।