কয়রায় নৌকার পক্ষে ডোর টু ডোর প্রচারণায় ছাত্রলীগ
কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিএম মোহসিন রেজাকে বিজয়ী করতে দলীয় প্রতীক নৌকার পক্ষে ডোর টু ডোর প্রচারণা চালান খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান সহ স্থানীয় নেতাকর্মীরা। তারা ভোটারদের ঘরে ঘরে গিয়ে দলীয় প্রার্থীকে ভোট দেয়ার অনুরোধ জানান।
গতকাল শুক্রবার সকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নে প্রচারণায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতির সাথে আরও অংশ নেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন কবির, সহ-সভাপতি সাইফুর রহমান, ছাত্রলীগ নেতা সঞ্জয় কুমার মন্ডল, তাজমুন খান, আবু রায়হান খান, মোজাম্মেল হোসেন টিটু, মহিবুল্ল্যাহ, শাহিনুর, যুবলীগ নেতা আহাদ আলী খান, প্রশান্ত মন্ডল, মোজাহিদুল ইসলাম, আকবার আলী, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন মিলন প্রমুখ।