কয়রায় নদী ভাঙ্গন এলাকায় মাছ ধরা নিষেধ
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের ২নং ওর্য়াডে নদী ভাঙ্গনে দিশেহারা পড়ছে এলাকাবাসী। ভাঙ্গন কবলিত এলাকায় স্থানীয় বিপ্রসাদ মন্ডল সহ তাদের লোকজন মাছ ধরার কারনে ভাঙ্গন আরও তীব্রতর হতে থাকে। বিষয়টি নিয়ে মহেশ্বরীপুর গ্রামের জগন্নাথ মন্ডল মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত একটি মামলা দায়ের করেন। যার নং–২৩/২৯। বিধি ৩১ মোতবেক মামলা শুননী শেষে বিচারক ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার ভাঙ্গন কবলিত এলাকায় মাছ ধরা নিষেধ করে দিয়ে রায় প্রদান করেন। রায় প্রদানে জগন্নাথ মন্ডলসহ এলাকাবাসী বেশ খুশি। মামলার সার্বিক সহযোগিতা করেন গ্রাম আদালতের সহকারি ওয়েভ ফাউন্ডেশনের সুমাইয়া খাতুন। জগন্নাথ মন্ডল বলেন, উঠান বৈঠকের মাধ্যমে তিনি জানতে পেরে গ্রাম আদালতে মামলা দায়ের করেন।