কয়রায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
কয়রা প্রতিনিধি
কয়রায় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গন শুনানী অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের মহা পরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউছুপ আলী। অনুষ্ঠানে কয়রা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের উপর দুর্নীতির বিষয় প্রকাশ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ সর্ব স্তরের জন সাধারণ অংশগ্রহষণ করেন।
এর আগে প্রধান অতিথি দুদকের মহা পরিচালক (বিশেষ তদন্ত) কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়রা উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠির জীবন মান উন্নয়নে গৃহিত বিশেষ এলাকার উন্নয়ন সহয়তা শীর্ষক কর্মসুচীর আওতায় আদিবাসি সদস্যদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ করেন।