কয়রায় দরিদ্রদের মাঝে রিংস্লাব বিতরণ
কয়রা প্রতিনিধি
কয়রা সদর ইউনিয়ানের ২নং ওয়ার্ডকে শতভাগ স্যানিটেশন মুক্ত ঘোষনা করার লক্ষে দরিদ্রদের মাঝে রিং¯øাব বিতরণ ও আলোচনা সভা গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রব খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।
বক্তব্য রাখেন প্রানী সম্পাদ অফিসার ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, সদর ইউনিয়ানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার নাজমুস সাদাত, প্রেস ক্লাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, ইউপি সচিব উত্তম কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য অধিদপ্তরের ম্যাকানিক আকরাম হোসেন, ইউপি সদস্য আনজুয়ারা খাতুন প্রমুখ। আলোচনা শেষে দরিদ্রদের মাঝে রিংস্লাব বিতরণ করা হয়।