কয়রায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষন ও জনঅবহিতকরন সভা গতকাল বুধবার সকাল ১০টায় ও বিকাল ৩টায় পর্যায়ক্রমে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড. মোঃ আঃ হাকিম। বিশেষ অতিথি ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাড. শেখ আঃ রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার ও কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদের পরিচালনায় প্রশিক্ষনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, বিজয় কুমার সরদার, কবি জিএম শামছুর রহমান, মোস্তফা নাজমুছ সাদাত, বিআরডিবি কর্মকর্তা আঃ মতিন, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাঃ হুমায়ুন কবির, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, রিয়াছাদ আলী, সুপার শাহাবাজ হোসেন, প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ বৈরাগী, এস এম নুরুল আমিন নাহিন, ইউপি সচিব নুর আলম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।