কয়রায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
কয়রা প্রতিনিধি
কয়রায় খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের উদ্যোগে এডিশ মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে পরিস্কার পরিছন্নতা সম্পর্কিত সচেতনমূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়ের নেতৃত্বে দেশজুড়ে ছড়িয়ে পড়া ডেঙ্গু নিয়ে ভয় কাটিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজে পরিস্কার পরিছন্ন অভিযান চালিয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক র্যালী শেষে কলেজ ক্যাম্পাস এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন কলেজের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মোক্তার আলী, সুকুমার বাছাড়, মোঃ শাহাবাজ আলী, আওয়ামী লীগ নেতা নির্মল কুমার দাস প্রমুখ।