কয়রায় ডিপ্লোমা স্টুডেন্ট ফোরাম পাঠাগারের যাত্রা শুরু
কয়রা প্রতিনিধি
কয়রায় ডিপ্লোমা স্টুডেন্ট ফোরাম পাঠাগারের উদ্ধোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় কয়রা সদরের সরকারি মহিলা কলেজ সংলগ্ন ডিপ্লোমা স্টুডেন্ট ফোরামের কার্যালয়ে পাঠাগারের উদ্ধোধন করেন কয়রা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা কম্পিউটার ইন্সটিটিউটের পরিচালক রকিব হাসান, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, দপ্তর সম্পাদক একরামুল হক, কয়রা ডিপ্লোমা স্টুডেন্ট ফোরামের সভাপতি মোঃ গোলাম রব্বনী, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শামীম হাসান, সংগঠনের সদস্য জাহিদ হাসান, সালাউদ্দিন, শামীমুর রহমান, সাগর, তৈয়বুর রহমান প্রমুখ।
সংগঠনের সভাপতি গোলাম রব্বানী জানান, অবহেলিত কয়রা উপজেলার পিছেয়ে পড়া শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের লক্ষে পাঠগার স্থাপন করা হয়েছে। এখানে রোবটিক্স ক্লাব, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেডিং ক্লাব,কালচারার ক্লাব চলমান থাকবে। এ ছাড়া প্রতিদিন বিকেল ৪ টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বই পড়া ও ইস্যুকৃত বই নেওযার সুযোগ থাকবে। উদ্ধোধন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার উপস্থিত ছিলেন।