কয়রায় ডিপ্লেমা কৃষিবিদ দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কয়রা প্রতিনিধি
‘জননেত্রী শেখ হাসিনা’র অবদান ডিপ্লোমা কৃষিবিদদের ১০ ম গ্রেড সম্মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কয়রা উপজেলা শাখার আয়োজনে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউন বাংলাদেশ কয়রা উপজেলা শাখার সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় স্বাগত বক্তৃতা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কয়রা উপজেলা কমিটির সাধারন সম্পাদক আল মাহফুজ। বক্তৃতা করেন সহ সভাপতি জিএম আইয়ুব আলী, মোঃ হাবিবুর রহমান, আব্দুল মান্নান, এসএম ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, অনুতাব সরকার, সদস্য সাইফুল ইসলাম, তৌহিদুর রহমান, নিয়াজ মাখদুম, শুভাংকর সরকার, শরিফুল ইসলাম, বিপুল কুমার সরকার প্রমুখ। সভায় উপ সহকারী কৃষি কর্মকর্তাদের /সমমান পদ ধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর) মর্যাদা দেয়ায় ভিকেআইবি কয়রা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানান।