কয়রায় টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও গর্ভনেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত¡াবধানে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাড. কোমলেশ চন্দ্র সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই আলম ছিদ্দিকী, কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস ও উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ। প্রশিক্ষন কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপনা করেন বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনার সহকারি কমিশনার খাতুনে জান্নাত। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, বীরমুক্তিযোদ্ধবৃন্দ, ধমীয় প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন অংশ গ্রহন করেন।