কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী
কয়রা প্রতিনিধি
কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী উপলক্ষে মুল্যায়ন ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ। মৎস্য বিষয়ে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করার পাশাপাশী শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেষ্ট ও পুরুস্কার প্রদান করা হয়।