কয়রায় জলবায়ু পরিবর্তন বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা
কয়রা প্রতিনিধি
কয়রায় জলবায়ু পরিবর্তন বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা জলবায়ু পরিষদের উদ্যোগে ও সিএসআরএলের সহযোগিতায় গতকাল সোমবার সকাল ১০টায় কয়রা সদরের বলাকা সংগীত একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রধান শিক্ষক গোলাম রসুল, সিএসআরএলের সিএফটিএম প্রোগ্রাম অফিসার নিরাপদ মুন্ডা জলবায়ু পরিষদের স্বেচ্ছাসেবক টিমের সদস্য কমলেশ মন্ডল, আয়শা আক্তার, আনিকা আক্তার, রাসেল প্রমুখ। পরে কয়রা উপজেলায় খাবার পানির সমস্যা বিষয়ে ফিল্ড পর্যবেক্ষন করেন জলবায়ু পরিষদের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।