কয়রায় চেয়ারম্যান পদে মোহসিন রেজাকে প্রার্থী করার দাবিতে মিছিল
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দের পছন্দের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজাকে একক প্রার্থী ঘোষনার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার বিকাল ৪টায় কয়রা সদরে তিন রাস্তার মোড়ে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি জিয়াদ আলী, উত্তর বেদকাশি ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আ,লীগ সভাপতি দেবদাস রায়, মহেশ্বরীপুর ইউনিয়ন আ,লীগ সভাপতি ইব্রাহীম হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এস এম বাহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গনেশ মন্ডল, আব্দুস সামাদ গাজী, মাষ্টার খায়রুল আলম, সমরেশ রায়, নির্মল চন্দ্র দাস, কৃষকলীগ নেতা শাহাবাজ আলী, শ্রমীকলীগ নেতা আওছাফুর রহমান, প্রজন্মলীগ নেতা শামীম হোসেন, আব্দুল্যাহ আল-মামুন, ছাত্রলীগ নেতা মাসুম বিল্যাহ, ইখতিয়ার উদ্দিন হিরো, রোকনুজ্জামান কাজল, নিউটন প্রমুখ।