কয়রায় গ্রাম বাংলা মানুষের কৃষি ব্যাংকে হালখাতা
কয়রা প্রতিনিধি
কয়রা সদরে অবস্থিত গ্রাম বাংলার মানুষের কৃষি ব্যাংকে বাৎসরিক শুভ হালখাতা খুব জাকজমকের সাথে অনুষ্ঠিত হয়েছে। ঋণ আদায় কার্যক্রম জোরদার করতেই হালখাতার এ আয়োজন বলে বাংলাদেশ কৃষি ব্যাংক সুত্রে জানা যায়। গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী এই হালখাতায় ঋণ আদায় ও নতুন ঋন গ্রহন করা গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া যায়।
কৃষি ব্যাংক কয়রার ব্যবস্থাপক মুহাঃ আলমগীর হুসাইন বলেন, কয়রা শাখার হালখাতায় এ বছর ২৬৫ জন গ্রাহকের নিকট থেকে ঋন আদায় করা হয়েছে ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। আর নতুন ঋণ প্রদান করা হয়েছে ৪৯ লক্ষ ৫০ হাজার টাকা। এ ছাড়া আমানাত সংগ্রহ ও নতুন হিসাব খোলা ২৫ টি গ্রাহকের মাধ্যমে ৮ লক্ষ ৭৫ হাজার জমা প্রদান করা হয়েছে। হালখাতা উপলক্ষে সকলকে মিষ্টি মুখ করা হয়। উপকুলীয় এ জনপদে কৃষি ব্যাংক গ্রাম বাংলার মানুষের কল্যানে যে কাজ করে যাচ্ছে তাতে গ্রাহকরা বেশ খুশি যার প্রেরিক্ষেত হালখাতায় ব্যাপক সাড়া পড়েছে।