কয়রায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দ. প্রতিবেদক
খুলনা জেলার কয়রা থানাধীন ষোলহালিয়া গ্রামের চাঁদ আলী বাজারে অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফকার করেছে র্যাব-৬। বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক বিক্রেতা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার রাজাপুর গ্রামের মো. রজব আলী গাজীর ছেলে মো. বেল্লাল হোসেন (২৯)।
র্যাব-৬ জানায়, বুধবার রাত ৮টার দিকে কয়রার ষোলহালিয়া গ্রামের চাঁদ আলী বাজারে অভিযান পরিচালনা করে র্যাব-৬। এসময় বাজারের বাদশা গাজীর চায়ের দোকানের সামনে থেকে ৬৫০ গ্রাম গাঁজাসহ বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়রা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।