কয়রায় ক্যান্সারে আক্রান্ত রবিউল বাঁচতে চায়
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের আব্দুস সামাদের একমাত্র পুত্র রবিউল ইসলাম (৩০) কে ঘাতক ব্যাধি ক্যান্সার তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়। দীর্ঘদিন যাবত সে ভারতের ব্যঙ্গোলোর ১টি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। অসহায় পিতার দরিদ্র পরিবারের যা ছিল সব সহায় সম্বল বিক্রি করে এ পর্য়ন্ত ৫ লাখ টাকা খরচ করে তার এক মাত্র পুত্রকে চিকিৎসা সেবা দিয়ে আসলেও চিকিৎসকরা জানিয়েছে এখনও তার চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষ থেকে ঐ টাকা জোগাড় করা সম্ভব না। তাই সে বাঁচতে চিকিৎসার জন্য দেশের বিত্তবানদের নিকট সহযোগিতা কামনা করেছে।
রবিউলের অসহায় পিতা আঃ সামাদ জানিয়েছে, তার ছেলের জীবন বাঁচাতে তিনি ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। সন্তানকে বাঁচাতে অসহায় পিতা বিত্তবান, দানশীল ব্যক্তিসহ প্রধানমন্ত্রীর কাছেও সাহায্যর আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৯০৯২০১৮৩৮।