কয়রায় কৃষি গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদকে সংবর্ধনা
কয়রা প্রতিনিধি
কয়রা ও মহারাজপুর এলাকায় কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ও লবন পানিতে দো ফসলী ধান উৎপাদন করার ব্যবস্থা গ্রহন করায় এলকাবাসির পক্ষ থেকে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট সরেজমিন গবেষনা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত রবিবার সন্ধা ৭ টায় মহারাজপুর দারুচ্ছুন্না দাখিল মাদ্রাসা মাঠে কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব এ্যাড. কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু। সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেটিং সোসাইটি খুলনার পরিচালক এ এইচ এম জামাল উদ্দিন, বিএআরআই এর এসএসও মোঃ মোহসিন হাওলাদার ও গাজীপুর বারীর বৈজ্ঞানিক কর্মকর্তা সাজেুদুল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম নেজামী, প্রভাষক মোস্তফা ওলিউল্যাহ, শাহাবাজ আলী, ওয়ারেন্ট অফিসার এম আনোয়ার হোসেন, সরেজমিন গবেষনার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, স্থানীয় কৃষক মতলেব হোসেন, আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে মাঠ পর্যায়ে ভাল কাজ করায় সরেজমিন গবেষনার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসানকে ক্রেষ্ট প্রদান করা হয়।