কয়রায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান গত বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ে হল রুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার মোঃ ইদ্রিস আলী, কাটকাটা পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ অহিদুজ্জামান, আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচাজ মোঃ আছাদুজ্জামান, গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মন্ডল। শিক্ষক দিপক কুমার মিস্ত্রীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য হাবিবুর রহমান, পতিত পাবন মন্ডল, সুলতানা মিলি, শিক্ষক আবুল বাশার, অচিন্ত কুমার মন্ডল, হেনা রানী মন্ডল, সম শহিদুজ্জামান, নবযাত্রা প্রকল্পের সফুরা খাতুন প্রমুখ। অন্যদিকে শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান গত বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ে হল রুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সরদার আঃ ছাত্তারের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকী। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা হাবিল উদ্দিন ঐহিদী। গত ২৪ জানুয়ারী সকাল ১০ টায় জাকারিয়া বিদ্যা নিকেতনে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জিএম রেজাউল ইসলাম। অপর দিকে উপজেলার এতিহ্যবাহি বিদ্যাপীঠ কয়রা মদিনবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাওলানা আজিজুল ইসলাম।