কয়রায় এরশাদের রোগমুক্তি কামনায় ২শ’ মসজিদে দোয়া
কয়রা প্রতিনিধি
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদের রোগ মুক্তি কামনা করে কয়রা উপজেলার দুই শত মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সালামের উদ্যোগে গতকাল শুক্রবার জুমার নামাজ বাদে মসজিদ গুলোতে এ দোয়া অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদের দোয়া অনুষ্ঠানে হুসেইন মুহাম্মাদ এরশাদের রোগমুক্তিসহ শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, পল্লীবন্ধু এরশাদ বাংলাদেশের মুসলমানদের জুমা’র নামাজের কথা বিবেচনা করে সর্বপ্রথম শুক্রবার সরকারী ছুটির দিন ঘোষনা, রেডিও ও টেলিভিশনে পাঁচ ওয়াক্ত নামাজের আজানের দেওয়ার ব্যবস্থা, রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষনা সহ মসজিদ গুলোতে বিদ্যুৎ ও পানির বিল মওকুফের ব্যবস্থা করেন। বর্তমানে তিনি ঢাকা সিএমএম হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে আছেন। এব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, শুধু কয়রা উপজেলায় নয়, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মসজিসে হুসেইন মুহাম্মাদ এরশাদের রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠান হয়েছে।