কয়রায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময়
কয়রা প্রতিনিধি
খুলনা জেলার কয়রার উপজেলার সার্বিক উন্নয়নের ১৯ দফা দাবী নিয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জি এম মোহসিন রেজা ও আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম এর সাথে মত বিনিময় করেছে কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। গত মঙ্গলবার চেয়ারম্যান প্রার্থীদের নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রার্থীদের নিকট কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষথেকে টেকসই ভেড়িবাঁধ, হাসপাতাল, পর্যটন কেন্দ্র, স্টেডিয়াম, সড়ক নির্মানসহ ১৯ দফা দাবীর সংবলিত একটি লিফলেট পেশ করা হলে প্রার্থীরা কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ১৯ দফা দাবী কয়রা উপজেলার উন্নয়নে ও জনগণের স্বার্থে যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন এবং দুই চেয়ারম্যান প্রার্থীই নির্বাচিত হলে কয়রার সার্বিক উন্নয়নে ১৯ দফা দাবী বাস্তবায়নের নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। মতবিনিময় সভায় সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।