কয়রায় আদিবাসি সদস্যদের জীবন মানোন্নয়নে পরামর্শ সভা
কয়রা প্রতিনিধি
কয়রায় রিলিফ ইন্টারন্যাশনালের উদ্যোগে আদিবাসি মুন্ডা ও মাহতো সদস্যদের জীবন মান উন্নয়নের লক্ষে পাবলিক ও প্রাইভেট সেক্টরের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরামর্শ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, মৎস্য অফিসার মোঃ আলাউদ্দিন আহমেদ ও সমাজসেবা অফিসার আলী আহসান।
রিলিফ ইন্টারন্যাশনালের সিনিয়র প্রগ্রাম অফিসার দিপংকর সাহার পরিচালনায় এতে আলোচনা রাখেন ইউপি সদস্য শেখ রোকনুজ্জামান, আবু হাসান, সুলতানা মিলি, রিলিফ ইন্টারন্যাশনালের সিনিয়র প্রগ্রাম এ্যাসোসিয়েটস রাশিদুল হাসান, সামসের সুমিত্রা মুন্ডা, আদিবাসি সদস্য নিরাপদ মুন্ডা, সাধন মুন্ডা, বিধান মুন্ডা প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য ব্যাবসায়ী, কৃষকসহ আদিবাসি সদস্যরা অংশ গ্রহন করেন।