কয়রায় আদিবাসি মানবাধিকার সুরক্ষা দলের উন্নয়নে কর্মশালা
কয়রা প্রতিনিধি
কয়রায় রিলিফ ইন্টারন্যাশনালের উদ্যোগে আদিবাসি মানবাধিকার সুরক্ষা দলের সাথে মানবাধিকার উন্নয়ন বিষয়ে বে-সরকারি সংস্থার সাথে সমন্বয়ের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বিআরডিবির হল রুমে এ কর্মশালায় মুল বিষয়ের উপর আলোচনা রাখেন রিলিফ ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার দীপংকর সাহা।
এতে আরও বক্তব্য রাখেন সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ সোহেল মাহমুদ, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, এসডিএফের ম্যানেজার অশোক কুমার মন্ডল, নবযাত্রা প্রকল্পের মনির হোসেন, সুশিলনের শহিদুল আহসান, নবলোকের দেব্রত মন্ডল, কোডেকের মনিরা খাতুন,আহসানিয়া মিশনের লুইজা মন্ডল,রিলিফ ইন্টারন্যাশনালের রাশিদুল হাসান, আদিবাসি এইচআরডি গ্রæপের নিরাপদ মুন্ডা, সাধনা মুন্ডা, মিলন মুন্ডা,সাধন মুন্ডা, প্রমিলা মুন্ডা প্রমুখ।
কর্মশালায় আদিবাসিদের উন্নয়নে বিস্তারিত আলোচনা পাশাপাশি তাদের মানবাধিকার উন্নয়নের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বে-সরকারি সংস্থার প্রতিনিধি সহ আদিবাসি এইচআরডি গ্রæপের সভাপতি ও সম্পাদকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।