January 3, 2025
আঞ্চলিক

কয়রায় অস্ট্রোলিয়ান কৃষি বিজ্ঞানীদের গমের গবেষণা মাঠ পরিদর্শন

কয়রা প্রতিনিধি

অস্ট্রোলিয়ান কৃষি বিজ্ঞানীরা উপকুলীয় জনপদ কয়রার ৫নং কয়রা গ্রামের লবনাক্ত জমিতে গম চাষের গবেষণা মাঠ পরিদর্শন করেছেন। গতকাল বুধবার বিকাল ৪টায় তারা খুলনা সরেজমিন গবেষণা বিভাগের সার্বিক তত্ববধানে গম চাষের জন্য গবেষণা মাঠ পরিদর্শন করে সন্তোশ প্রকাশ করে আগামীতে কৃষি ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাদেরকে প্রথম বারের মতো এলাকায় পেয়ে স্থানীয় কৃষকরা বেজায় খুশিতে মেতে উঠেন এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানায়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অস্ট্রোলিয়ান কৃষি বিজ্ঞানী প্রফেসার ড.উইলিয়াম এরিস্কীন, ড. রিচার্ড জেমস, ড. এরিক হাটনার, বাংলাদেশ কৃষি গবেষণার ইনস্টিটিউটের সিএসও ড. শেখ মোস্তফা জামান. প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ, ড. আলতাফ হোসেন, এসএসও ড. ফারুক হোসেন, ড. মাহবুবুল আলম,এসও ড. মোস্তফা খান, মোস্তফা কামাল শাহাদাত,বাকৃবির প্রফেসার ড. তাজ উদ্দিন,উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, কয়রা থানার এ এস আই সাইফুল ইসলাম প্রমুখ। অস্ট্রোলিয়ান কৃষি বিজ্ঞানীরা ২৪ টি গমের লাইন পরিদর্শন করে লবনাক্ততা সহনশীল নতুন গমের জাত উদ্ভাবন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাঠ পরিদর্শনের টিম লিডারের দায়িত্ব পালন করেন কয়রার কৃতি সন্তান সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *