কয়রার নজরুল সানা হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলাধীন বাগালী ইউনিয়নের ফতেকাঠি গ্রামের নজরুল সানার হত্যায় জড়িতদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা উপজেলার চাঁদআলী সড়কে নিহতের পরিবার ও এলাবাসির পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতের পরিবার সহ মানববন্ধনে আনুমানিক ৫ শতাধিক সাধারন জনগনের অংশ গ্রহন করে।
গত ১৫ জুন সকাল আনুমানিক সাতটার সময় নিহত নজরুল সানার চাচতো ভাই দবির উদ্দিন সানা ও তার শ্যালক নজরুল মালী, নজরুল সানাকে পিটিয়ে হত্যা করে। মানববন্ধনে নিহতের ভাতিজা আলমগীর হোসেন এ হত্যাকে একটি পূর্ব পরিকল্পিত হত্যা বলে দাবী করেন। তিনি আরও বলেন, বর্তমানে হত্যাকারীদের পক্ষ থেকে একটি মহল নিহতে পরিবারের সদস্যদের বিভিন্ন মামলা-মোকদ্দমায় ফাঁসিয়ে দেওয়া সহ হত্যার হুমকী দিয়ে চলেছে। এ ছাড়া নিহতের পোষ্ট মর্টেম রিপোর্ট ও ফরেন্সিক রিপোর্ট পরিবর্তন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা তদবীর করে যাচ্ছে। তিনি সহ নিহতের পরিবার ও এলাকাবসির পক্ষ থেকে মানববন্ধনের মধ্য দিয়ে নজরুল সানার পূর্ব পরিকল্পিত হত্যায় হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও বিচারের মাধ্যমে দোষীদের ফাঁসির দাবী জানান।