ক্ষোভে-দুঃখে আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দিলেন আমির
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির অধীনে আর ক্রিকেট খেলা সম্ভব নয়- এমন ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন দেশটির ২৮ বছর বয়সী বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির।
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে পাঠানো এক সংবাদ সম্মেলনে কোনো কারণই উল্লেখ করা হয়নি। পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, মোহাম্মদ আমিরের আর কোনো ইচ্ছা নেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার। ভবিষ্যতে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না বলেই পিসিবিকে জানিয়ে দিয়েছেন।’
পাকিস্তানের টিভি চ্যানেল সামা’র সঙ্গে এক সাক্ষাৎকারে মোহাম্মদ আমির সরাসরিই বলে দিয়েছেন, বর্তমান ম্যানেজমেন্টের অধীনে আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না তিনি। এমনকি টুইটারে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মোহাম্মদ আমিরের বক্তব্য দিয়ে পোস্ট করা বার্তায় জানা যাচ্ছে, তিনি এই ম্যানেজমেন্টের ওপর রাগে-ক্ষোভেই খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন।