December 22, 2024
আঞ্চলিক

ক্ষুদ্র নারী উদ্যোক্তা পাইকগাছার মোনালিসার সাফল্য

পাইকগাছা প্রতিনিধি

জীবন সংগ্রামে হিসেবে সাফল্য দেখিয়েছেন পাইকগাছার ক্ষুদ্র নারী উদ্যোক্তা ফ্যাশন ডিজাইনার মোনালিসা। তিনি নারীদের জন্য উপজেলা সদরে গড়ে তুলেছেন অপরাজিতা নামে একটি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের মাধ্যমে হাতের কাজ করা তৈরী পোশাক সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন সনামধন্য ফ্যাশন হাউজ প্রতিষ্ঠানে। কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অসংখ্য প্রশিক্ষিত নারীদের। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে আগ্রহী নারীদের। মোনালিসার এ সাফল্য দেখে এ ধরণের কাজে এগিয়ে আসছেন এলাকার শিক্ষিত বেকার যুব নারীরা।

গতকাল রোববার মোনালিসার প্রতিষ্ঠানে কর্মরত নারীদের কার্যক্রম পরিদর্শন করে কোন দালালদের খপ্পরে পড়ে প্রতারিত না হয়ে নারীদেরকে এ ধরণের কাজে এগিয়ে আসার জন্য আহŸান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

ইউএনও জুলিয়া সুকায়না বলেন, নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বর্তমান সরকার নারীদের উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে জাতীয়, আন্তর্জাতিক ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা এখন অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, বিদেশ যেতে ইচ্ছুক অনেকেই দালালদের খপ্পরে পড়ে প্রতারিত, নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ হয়। এখন দেশের নারীদের জন্য নানান সুযোগ ও কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। মোনালিসার মত তিনি এলাকার নারীদের এ ধরণের কাজে এগিয়ে আসার জন্য আহŸান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হাসান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *