January 21, 2025
আঞ্চলিক

ক্ষুদে ডাক্তার দ্বারা নগরীর শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শিশুদের আগামী দিনের কর্তধার হিসেবে উল্লেখ করে বলেন, মানব সম্পদে পরিণত করতে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা দরকার। তিনি বলেন, সুস্থ-সবল জাতি গঠনই বর্তমান সরকারের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। শিশুদের তিনি অগাধ ভালবাসেন উল্লেখ করে সিটি মেয়র বলেন শিশুদের যে কোন বিষয় তিনি মায়ের মমতা দিয়ে অনুভব করেন। গর্ভবতী মায়েদের জন্য বঙ্গবন্ধু কন্যা ভাতা প্রদান কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক চালুকরণসহ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন। শিশুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের পাশাপাশি অবিভাবক ও শিক্ষকবৃন্দ দায়িত্ব পালনে আরো আন্তরিক হলে শিশুদের জন্য একটি নিরাপদ মাতৃভূমি গড়ে তোলা সহজ হবে।

সিটি মেয়র গতকাল মঙ্গলবার দুপুরে কেসিসি’র নগর স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য বিষয়ক এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বাস্থ্য বিভাগের ফাইলোসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। উল্লেখ্য, আগামী ২৫ থেকে ৩০ জানুয়ারী ২০২০ তারিখ পর্যন্ত ক্ষুদে ডাক্তার দ্বারা নগরীর শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ের ৪২ হাজার ১শ ৯১জন এবং মাধ্যমিক পর্যায়ের ২৪ হাজার ১শ ৮০জন শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য বিভাগ-খুলনার উপ পরিচালক ডা. শামীম আরা নাজনীন ও খুলনার সিভিল সার্জন ডা. সুজায়েত আহমেদ। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ এবং সভা পরিচালনা করেন কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম। মহানগরী এলাকার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষা কর্মকর্তা এবং কেসিসি’র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সভায় অংশগ্রহণ করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *